উপজেলা পরিষদ
দেবিদ্বার, কুমিল্লা
Website:https://debidwar.comilla.gov.bd
দেবিদ্বার উপজেলা পরিষদের ৪র্থ সাধারণ সভার কার্যবিবরণীঃ
সভাপতি ঃ জনাব মোঃ রম্নহুল আমিন
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
দেবিদ্বার, কুমিল্লা।
তারিখ ঃ ২৩/০৭/২০১৪ খ্রিঃ
সময় ঃ বিকাল ০৩-০০ ঘটিকা
সভার স্থান ঃ উপজেলা পরিষদ সভাকক্ষ
সভায় উপস্থিত সদস্যবৃন্দ পরিশিষ্ট-ক, অনুপস্থিত সদস্যবৃন্দ পরিশিষ্ট -খ।
সভার প্রারম্ভে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় সংশিস্নষ্ট সকল সদস্যের পরিচিতি গ্রহণ করা হয়। পরিচিতি শেষে মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) বক্তব্য পেশ করেণ। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। বিগত সভার কার্যবিবরণী কোন প্রকার পরিবর্তন বা পরিবর্ধন ব্যতীত সর্বসম্মতিক্রমে গৃহীত ও দৃঢ়করণ করা হয়। অত:পর নিম্ন বর্ণিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্রমিক নং | বিভাগ | আলোচনা | সিদ্ধামত্ম | বাসত্মবায়ন |
১ | উপজেলা কৃষি বিভাগ | উপজেলা কৃষি কর্মকর্তা সভায় জানান যে, মাঠে দন্ডায়মান সফল পরিস্থিতি ভালো। আউশ ফসল এখন ফুল ধারণ পর্যায়ে আছে। আমন ফসলের বীজতলায় বীজ বপণ কার্যক্রম চলছে। ধান ফসলের কোথাও কোথাও পামরি পোকার আক্রমন দেখা দিচ্ছে। পামরি পোকার আক্রমন ঠেকাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সারের মজুদ ও বিতরণ পরিস্থিতি সমেত্মাষজনক। কৃষি সহয়তা কার্ড বিতরণ কার্যক্রম চলছে। আগামী আগষ্ট ২০১৪ দেবিদ্বার উপজেলা ফলজ বৃÿ মেলা শুরম্ন হতে যাচ্ছে। পৌরসভা অফিসের ও কলেজ গেইটের মাঝে কৃষি বিভাগের একটি অত্যামত্ম মূলবান জায়গা রয়েছে। এখানে কৃষক প্রশিÿণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর সীমানা পাতলা টিন দ্বারা বেষ্টিত। পাকা দেয়াল না থাকায় এর সুরÿা নিশ্চিত হচ্ছে না। উপজেলা পরিষদ থেকে পাকা দেয়াল করার অনুরোধ জানান। | পামরি পোকার আক্রমন বন্ধ এবং সার ও কৃষি সহায়তা কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। | উপজেলা কৃষি অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। |
২ | উপজেলা স্বাস্থ্য বিভাগঃ | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, স্বাস্থ্য সেবা কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। | এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। | উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
৩ | উপজেলা প্রাণিসম্পদ বিভাগ | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সভায় জানান যে, খামার বর্জ্য থেকে বায়ূ গ্যাস উৎপাদন করে গ্যাসের চাহিদা মিটানো যায়। অফিসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
| কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৪ | উপজেলা প্রকৌশল বিভাগ | উপজেলা প্রকৌশলী সভায় জানান যে, দেবিদ্বার উপজেলায় নতুন প্রশাসনিক ভবন ও হলরোম এর অনুদান পাওয়া গিয়াছে। এবং প্রকল্প পরিচালক মহোদয় অনতিবিলম্বে অনুমতিপত্রের নির্দেশনা মোতাবেক দরপত্র আহববান এবং ঠিকানা নির্বাচন পূর্বে ‘‘ অনুমোদিত নতুন মাষ্টার পস্নান’’ অনুসারে প্রসত্মাবিত ভবনের স্থানে পূর্বের স্থাপনা সমূহ অপসারণ করার জন্য অনুরোধ করেছেন। এমতবস্থায় ‘‘নতুন মাষ্টার পস্নান’’ এর অনুমোদন এবং ‘‘অনুমোদিত নতুন মাষ্টার পস্নান’’ অনুসারে প্রসত্মাবিত ভবনের স্থাপনাসমূহে জরাজীর্ণ ভবন অপসারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।
| ১। উপজেলা পরিষদ, দেবিদ্বার, কুমিলস্নার ‘‘নতুন মাষ্টার পস্নান’’ এর অনুমোদন সভার সর্ব সম্মতিক্রমে প্রদান করা হলো। এবং এখন থেকে উক্ত পরিষদ চত্বরে যেকোন স্থাপনা নির্মানে এই অনুমোদিত মাষ্টার পস্নান অনুসরণ করার সিদ্ধামত্ম গৃহীত হলো। ২। অনুমোদিত নতুন প্রশাসনিক ভবন ও হলরম্নম এর দরপত্র বিধিমোতাবেক আহবান করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপজেলা প্রকৌশলী |
৫ | উপজেলা মৎস্য বিভাগ | উপজেলা মৎস্য কর্মকর্তা সভাকে জানান যে, বিভাগীয় অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে।ঃ | এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। | উপজেলা মৎস্য কর্মকর্তা |
৬ | ত্রাণ ও পূণর্বাসন বিভাগ | উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভাকে জানান যে, ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে।
| এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন | উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা |
৭ | উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, অফিসে কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।
| কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
৮ | উপজেলা পল্লীউন্নয়ন অধিদপ্তর | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, উপজেলা পর্যায়ে একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিজস্ব ভবন নির্মানের জন্য উপজেলা পরিষদ চত্বরে ১০০০ (এক হাজার) বর্গফুট বিশিষ্ট জায়গা বরাদ্দের প্রয়োজন। প্রকল্প অফিস ভবন নির্মানের জন্য সদর কার্যালয় হইতে ইতিমধ্যে নক্সা প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি ‘‘পলস্নী সঞ্চয় ব্যাংকে’’ রম্নপামত্মরিত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরম্ন হয়েছে। জরম্নরী ভিত্তিতে প্রকল্পের নতুন ভবন নির্মানের জন্য ১০০০(এক হাজার) বর্গফুট জায়গা বরাদ্দ প্রদানের অনুরোধ জানান। উপজেলা পর্যায়ে একটি বাড়ী একটি খামার প্রকল্পে আওয়ায় বড়শালঘর, গুনাইঘর দঃ, জাফরগঞ্জ, সুলতানপুর ইউনিয়নে ৩৬টি সমিতি গঠন করা হয়েছে। এবং প্রকল্পের কার্যক্রম জুলাই ২০১০ খ্রিঃ তারিখ হইতে উক্ত ৪টি ইউনিয়নে বাসত্মবায়ন করা হয়েছে। অবশিষ্ট্য ১১টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে প্রকল্পের কার্যক্রম বাসত্মবায়ন করা হচ্ছে। প্রতি অর্থ বছরে ১১টি ইউনিয়ন ৯৯টি সমিতি গঠন ৫৯৪০ জন্য সদস্য অমত্মর্ভূক্ত করার লÿমাত্রা ছিল। এর মধ্যে ৮৯টি সমিতি গঠন করা হয়েছে। সঞ্চয় জমার লÿমাত্রা ১৪২.৫৬ টাকা। তার মধ্যে ৬৮.৮৩ টাকা অর্জিত হয়েছে। প্রকল্প এলাকায় ১১০.৬২টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আদায় করা হয়েছে ৩৪.১০ টাকা। বকেয়া ঋণের পরিমান ৭৬.৫২টাকা।
| এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। | উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা |
৯ | উপজেলা প্রাথমিক শিক্ষাবিভাগ | উপজেলা শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে. শিÿা কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। | কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা শিক্ষা কর্মকর্তা |
১০ | উপজেলা সমাজ সেবা বিভাগ | উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভায় জানান, সকল ভাতার উপকারভোগীদের হালনাগাদ করা হয়েছে। বিভাগীয় অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। | উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। | উপজেলা সমাজসেবা কর্মকর্তা |
১১ | উপজেলা সমবায় বিভাগ | উপজেলা সমবায় কর্মকর্তা সভায় জানান যে, অফিসের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। | কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা সমবায় কর্মকর্তা |
১২ | উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর | উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান, তাঁর অফিসের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। | কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা যুব উন্নয়ন কর্মকত |
১৩ | উপজেলা মহিলা বিষয়ক অফিস | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভাকে জানান, তাঁর অফিসের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।
| কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
১৪ | উপজেলা পরিসংখ্যান বিভাগ | উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সভায় উপস্থিত না থাকায় কোন আলোচনা হয়নি। |
|
|
১৫ | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সভাকে জানান, তার অফিসের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। | এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। | উপজেলা খাদ্য নিয়ন্ত্রক |
১৬ | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস | উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে, উপজেলা মাধ্যমিক শিÿা অফিসের নামে একাডেমিক সুপারভাইজারের অফিসটি বরাদ্দ প্রদান এবং অফিসটি মেরামতের জন্য অনুরোধ করেন। মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের উপবৃত্তি বিতরণ কার্যক্রম চলছে। মাদ্রাসা পর্যায়ে ফাজিল ডিগ্রী পরিÿা ২০১৪ চলমান। অফিসের কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে। | কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
১৭ | জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ | উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ স্থাপন করা হয়েছে। | কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা |
১৮ | উপজেলা পল্লীবিদ্যুৎ বিভাগ | ডেপুটি জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, সভায় অনুপস্থিত। |
|
|
১৯ | উপজেলা আনসার ও ভিডিপি অফিসঃ | উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সভায় জানান, অফিসের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে। | কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। | উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা |
২০ | উপজেলা বন বিভাগ | উপজেলা বন বিভাগ কর্মকর্তা সভায় জানান যে, শিবপুর হইতে নবীপুর রাসত্মা বনায়নের গাছ বিক্রি করা হয়েছে। করাত কল নির্মান করার পূর্বে লাইসেন্স করতে হবে। বনায়নের জন্য রাসত্মা নির্ধারন করার জন্য অনুরোধ করা হয়। | করাত কল নির্মান করার পূর্বে লাইসেন্স করতে হবে। | উপজেলা বন বিভাগ কর্মকর্তা |
২১ | সরকারি শিশু পরিবার | উপ-তত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার সভায় জানান যে, শিশু পরিবারে নিয়মিত খাওয়া দাওয়া ও লেখাপড়া সুষ্ঠভাবে চলছে। | নিয়মিত খাওয়া দাওয়া লেখাপড়া সুষ্ঠভাবে পরিচালনা করার সিদ্ধামত্ম গৃহীত হয়। | উপ-তত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার |
২১ | বড়শালঘর ইউনিয়ন পরিষদ | ইউপি চেয়ারম্যান বড়শালঘর সভায় জানান যে, ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক।
| ১। চরবাকর এলাহাবাদ রাসত্মা মেরামত করা ২। রামপুর ব্রীজ নির্মান
| উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী |
২২ | ইউছুফপুর ইউনিয়ন পরিষদ | ইউপি চেয়ারম্যান ইউছুফপুর সভায়, জানান যে, পীরগঞ্জ বাজার উন্নয়নের জন্য সভায় অনুরোধ করেন। |
|
|
২৩ | রসুলপুর ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান রসুলপুর ইউনিয়ন সভাকে জানান রসুলপুর ইউনিয়ন ভবন নির্মাণের জন্য এবং রসুলপুর পীরগঞ্জ বাজার সংলগ্ন দুটি ব্রীজ নির্মাণের জন্য অনুরোধ করেন।
|
|
|
২৪ | সুবিল ইউনিয়ন পরিষদ | সুবিল ইউপি চেয়ারম্যান সভায় জানান যে,ষ্ট্যান্ডিং কমিটির সভা আহবান করার জন্য অনুরোধ করেন। পোনকারা গ্রামে ব্রীজ নির্মানের জন্য প্রসত্মাব করেন।
|
|
|
২৫ | ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান ফতেহাবাদসভাকে জানান যে, সাইচা গোপালনগর রাসত্মা মেরামত করার জন্য অনুরোধ করেন। তাঁর ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। |
|
|
২৬ | এলাহাবাদ ইউনিয়ন পরিষদ | এলাহাবাদ ইউপি চেয়ারম্যান সভায় জানান যে, চরবাকর এলাহাবাদ রাসত্মা মেরামত করা প্রয়োজ। মোহাম্মদপুর এ আর উচ্চ বিদ্যালয়ের ২টি গাছ কাটার জন্য অনুমতি প্রার্থণা করেন। মোহাম্মদপুর সিনিয়র মাদ্রাসার কমিটি গঠনের বিষয়ে প্রসত্মাব করেন। |
|
|
২৭ | জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ | জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সভায় জানান যে জাফরগঞ্জ বাজার রাস্তাগুলি মেরামত করার জন্য অনুরোধ করেন। |
|
|
২৮ | গুনাইঘর (উঃ) ইউনিয়ন পরিষদ | গুনাইঘর (উঃ) ইউপি চেয়ারম্যান সভায় জানান যে, রামপুর ব্রীজ নির্মান এবং ভিজিএফ কার্ডের চাউল পোকায় আক্রামত্ম হওয়া স্বত্বেও সরবরাহ করা হয়। |
|
|
২৯ | গুনাইঘর (দঃ) ইউনিয়ন পরিষদ | গুনাইঘর (দঃ) ইউপি চেয়ারম্যান সভায় জানান,মাশিকারা বাজারের শেডও ড্রেণ নির্মানের জন্য সভায় অনুরোধ জানান। |
|
|
৩০ | রাজামেহার ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান রাজামেহার সভায় অনুপস্থিত।
|
|
|
৩১ | ভানী ইউনিয়ন পরিষদ
| চেয়ারম্যান ভানী ইউপি সভায় জানান, ভানী আছাদনগর রাসত্মা নির্মানের জন্য অনুরোধ করেন। |
|
|
৩২ | ধামতী ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান ধামতী সভাকে জানান, টিআর কাবিখা কিভাবে বন্টন করা হয় এ বিষয়ে জানতে চান। |
|
|
৩৩ | সুলতানপুর ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান সুলতানপুর সভায় অনুপস্থিত।
|
|
|
৩৪ | বরকামতা ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান বরকামতা সভাকে জানান, কাঠেরপুল গরম্নর বাজার অবৈধভাবে যেন বসতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় অবহিত করেণ। |
|
|
৩৫ | মোহনপুর ইউনিয়ন পরিষদ | চেয়ারম্যান মোহনপুর সভাকে জানান যে, ভৈষেরকোট দাখিল মাদ্রাসা মেরামত করার জন্য অনুরোধ করেন।
|
|
|
| উপজেলা নির্বাহী কর্মকর্তা | উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, ১। উপজেলা চেয়ারম্যান এর জুন/২০১৪ মাসের ভ্রমন ভাতার বিল ১২,৫০০/- ভাইস চেয়ারম্যান এর জুন/২০১৪ মাসের ভ্রমন ভাতা ১০,০০০/-টাকা ভাইস চেয়ারম্যান মহিলা এর জুন/২০১৪ মাসের ভ্রমন ভাতা ১০,০০০/-টাকা | ১। উপজেলা পরিষদ বিসত্মারিত আলোচনামেত্ম উক্ত ৩২,৫০০/- টাকা প্রদানের বিষয়ে অনুমোদন প্রদান করেন। | উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার |
| ভাইস চেয়ারম্যান | উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সভায় জানান যে, দেবিদ্বার নিউমার্কেট চান্দিনা দেবিদ্বার রাসত্মার চান্দিনা রোডের মাথা থেকে হিলফুল ফুজুল উচ্চ বিদ্যালয় পর্যমত্ম রাসত্মা মেরামতের অনুরোধ জানান। |
|
|
| ভাইস চেয়ারম্যান (মহিলা) | উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) সভায় জানান যে, জনপ্রতিনিধি হিসেবে সকলকে সার্বিক সেবা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন। |
|
|
চেয়ারম্যান উপজেলা পরিষদঃ চেয়ারম্যান উপজেলা পরিষদ সভায় দেবিদ্বারের উন্নয়নের জন্য মাননীয় সাংসদের সাথে সম্মিলিত ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিঁনি উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাদের সরকারী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করার জন্য সংশিস্নষ্ট কর্মকর্তাকে অনুরোধ করেন। মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে অনুরোধ করেন।
সভায় আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
(মোঃ রম্নহুল আমিন)
চেয়ারম্যান
উপজেলা পরিষদ
দেবিদ্বার, কুমিললা
স্মারক নং ০৫.৫৪৫.০০৬.০০.০০.০০১.২০১৪- (৪৮) তারিখঃ / /২০১৪ খ্রিঃ
অনুলিপি সদয় অবগতি/অবগতি ও কার্যার্থে প্রেরিত হলোঃ-
১। মাননীয় সংসদ সদস্য, ২৫২ কুমিললা-৪(দেবিদ্বার)
২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পললী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
৩। সচিব, স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
৪। জেলা প্রশাসক, কুমিললা
৫। উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, কুমিললা
৬। ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দেবিদ্বার, কুমিললা
৭। উপজেলা ................................................ কর্মকর্তা, দেবিদ্বার, কুমিললা
৮। চেয়ারম্যান (সকল) ......................................................ইউপি, দেবিদ্বার, কুমিললা
৯। অফিস নথি
উপজেলা নির্বাহী অফিসার
দেবিদ্বার, কুমিললা
ফোনঃ০৮০২৪-৫৩০০১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস